আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রাজিলের এক ক্ষুদ্র দ্বীপ (আয়তন প্রায় ১০৬ একর) ইলহা-দ্যা-কিমাদা-গ্র্যান্ডি যা স্নেক আইল্যান্ড নামে পরিচিত। প্রধানতঃ এই দ্বীপ হল গোল্ডেন ল্যান্সহেড নামক সোনালী বর্ণের বিষধর সাপের একমাত্র প্রাকৃতিক বিচরণ ভূমি। এখানে গোল্ডেন ল্যান্সহেড এর সংখ্যা মোটামুটি ২০০০ থেকে ৪০০০ এর মতো মনে করা হয়। তীব্র বিষাক্ত এই সাপ কামড়ালে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৭% এবং হাতে সময় পাওয়া যায় বড়জোর একঘন্টা । এই সাপের খাদ্য হল বিভিন্ন পরিযায়ী পাখি যারা এই দ্বীপকে বিশ্রাম স্থল হিসাবে ব্যবহার করে। বিশ্রামরত পাখিকে ছোবলের প্রায় সঙ্গে সঙ্গেই মেরে ফেলার তাগিদ থেকেই অভিযোজনগত কারণে এই সাপ এরকম তীব্র বিষের অধিকারী। ল্যান্সহেড প্রজাতির সমতলে বসবাসকারী অন্যান্য সাপের তুলনায় এই গোল্ডেন ল্যান্সহেডের বিষ পাঁচগুণ বেশী তীব্র। এই সাপটিকে ক্রিটিক্যালি এনডেনজারড্ প্রাণী রুপে ব্রাজিল সরকার গণ্য করে এবং এই দ্বীপ ই তাদের সংরক্ষণ ভূমি। গবেষকদের মতে এই দ্বীপে প্রতি বর্গ মিটারে ১ থেকে ৫ টি পর্যন্ত সাপ থাকতে পারে। এই স্বল্প পরিসরে বিপুল সংখ্যক সাপের উপস্থিতি এই দ্বীপকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে এবং এখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।